কিছু পেতে হলে লাইনে দাড়াতেই হবে
আমার আগে থাকে শকুন, কুকুর, শেয়াল
এবং যুদ্ধে অপরাগতা প্রকাশ করে তাদের লাইনচু্যতি দেখি
কিছু পেতে হলে এখন সামনে দেখি অনেক প্রাথর্ী!
এবং আমি লাইনে দাড়াই
আমার সামনে থাকে পুরো পৃথিবী, আকাশ, মাটি
সামনে থাকে সামনে যাবার যারা
কেবল আমার সামনে থাকে না লাইনচু্যতির তাড়া!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



