আমার এমন হয় এটা কেবল আমারই হয়
কারণ আমি ছাড়া অন্য কেউ তো আমি নয়
সবকিছু ফুৎকারে উড়িয়ে দেই
কেবল হাতে তার হদিস নেই
এটা হয়তো কেবল লুটে নেয়া উদভ্রান্ত হাওয়া
ভুলিয়ে দেয় হাতের সাথে হাতের ফিরে যাওয়া!
আমার এমন হয় কেউ অনুচ্চারিত নিষিদ্ধকরণ
শব্দময় দু্যতিতে তুলে দেয় অংগে অমনিশা চরণ
চারদিকে বিউগল মুখে মেটাফোর
অশক্ত হাতে অনুভূতি রাতভোর
কেবল মনে হয় বড় অল্পতেই মেপে ফেলা জীবন
কত সহজে নির্বোধ জরাই তার কাঁপা শিহরণ!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



