এটা ঝরঝরে লেখার সাথে ধোয়ার্ত একপ্রস্থ চায়ের বিনুনি
ছিল দুটোতে ভুতভবিষ্যত দেখা অনির্বাচনীয় চিলের পাখা
উড়ে যাওয়া তন্ত্রমন্ত্র থেকে কয়েকটা পালক লাগানো প্রেম
চিলের পাখনায় ভর করে ফিরে অন্য বুকে সংসারী থাকা
প্রতিদিনের ক্লেদশেষে কখনও উড়াই শব্দফানুস ভালবাসি
অক্ষরগুলো জুরে বসে কোনো নির্বাচিত মানবীর কোলে
অজস্র মিথ্যেবুলি আর বেদবাক্য পঠিত আয়েসী ফিরিস্তি
কেমন প্রহসনের দিগগুলি কাঁটে একঘেয়ে সিম্ফনী তুলে!
নিষিক্ত প্রেক্ষাপট জন্ম দিল নাজন্মানো ভ্রুণের গল্প কবিতা
তাতে মগ্ন থেকে নিরূপন কর কবি না কবিতার প্রেম অন্ধ
কবিতাকে বিদায় জানাতে হবে যদি কবিতে না থাকে প্রেম
অন্যেরা লিখুক কবিতা আমার কবিতা হোক চিরতরে বন্ধ!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



