এক পায়ের চিত্রগ্রাফে যে নূপুরটি
তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করছিলো
তাকে দেখে আমার করুণা হয়
মিছেমিছিই এই চেষ্টা - বিরহী পায়ের জন্য কাতর আমি
ভোট দেবো না
দুই পা ছাড়া কোনও চিত্রিত বৈকালে স্থির হওয়া যায় না
যে চালাবে রাষ্ট্র-যন্ত্রের প্রেমটি
তার দুই পায়েই থাকতে হবে মায়াবী নূপুর
যেনও পক্ষ-বিপক্ষের সকল বিরহীরা
পূর্ণভাবে দেখতে পারে বিজয়ের মিছিল।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৫