এই যে তুমি আকাশে উড়ছ
আর আমি মাটিতেই থেকে যাচ্ছি
ক্রমশ: আরও গভীর মাটিতে
ঘাস ফুঁড়ে আরও ভিতরে
ভেবো না আমি নরকে চলে যাবো!
শেকড় ছড়িয়ে অতলে
আমি ডালপালা মেলে মাটির উপরে
আকাশের মাঝে উঁচিয়ে দাঁড়াবো
উড়তে উড়তে একসময় ক্লান্ত হয়ে
বৃক্ষেই ফিরতে হবে তোমারও।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৬