অনেক দিন হয়ে গেল আমাদের ম্যাগাজিন প্রকাশিত হয় নি। সত্যি বলতে নানান জটিলতা, স্পন্সর, সময়ের অপ্রাপ্যতা ইত্যাদি কারণে গত দুইটি সংখ্যা আমরা প্রকাশ করতে পারিনি। আশা করি সামনে থেকে আমরা নিয়মিত হতে পারবো।
তবে এই নিয়মিত হওয়ার ব্যাপারটা আপনাদের উপরেও নির্ভরশীল। আপনাদের নিয়মিত অবদান, লিখা প্রদান এবং অন্যান্য ক্ষেত্রে সহায়তাই পারে আমাদের সামনে এগিয়ে নিতে।
যাই হোক কথা না বাড়াই। অযথা লম্বা প্যাঁচাল দিয়ে কোন কাজ নেই। যারা যারা আমাদের সম্পর্কে জানেন না তারা নিচের লিংকগুলো একটু দেখতে পারেন।
আমাদের কথা
আমাদের ম্যাগাজিন
আশা করি কিছুটা হলেও আমাদের সম্পর্কে জানা হয়ে গেছে। এখন কাজের কথা বলি। আগামী জানুয়ারিতে আমরা আমাদের ম্যাগাজিনের পরবর্তী সংখ্যা প্রকাশ করতে যাচ্ছি। সংখ্যাটি পিডিএফ এবং হার্ড-কপি দুভাবেই প্রকাশিত হবে। এই ম্যাগাজিনে আমরা আরও বর্ণনামূলক এবং মানসম্মত লিখা প্রকাশ করতে চাই। এই নভেম্বর মাসের মাঝেই আমরা আমাদের লিখা নির্বাচন, ডিজাইন এই কাজগুলো সম্পন্ন করতে আগ্রহী।
আর সেইজন্য আমরা এই নভেম্বরের মাঝেই আপনাদের কাছে লিখার জন্য আহবান জানাই। লিখালিখির বিষয়গুলোর বরাবরের মতই একই। তাও বলে দি একটু করে। যে যে বিষয়গুলোর উপরে লিখা যাবে:
১. ইলেক্ট্রনিক্স
২. কম্পিউটার
৩. নতুন প্রযুক্তি
৪. প্রাণিবিচিত্রা
৫. বিজ্ঞানের মজার মজার তথ্য
৬. নানা পরীক্ষা-নিরীক্ষা
৭. লাইফ সায়েন্স
৮. সায়েন্স ফিকশন
৯. বৈজ্ঞানিক পরিচিতি
১০. এইচ.এস.সি বিজ্ঞান
১১. মহাবিশ্ব
১২. ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা
১৩. রসায়ন বিজ্ঞান
আসলে বিজ্ঞান বিষয়ক যে কোন লিখা হলেই হবে। সকল লিখাই আপনারা ৩০ নভেম্বরের মাঝে পাঠাতে হবে নিচের ইমেইল আইডিগুলোর যে কোন একটাতে।
১. [email protected]
২. [email protected]
অপেক্ষায় থাকলাম আপনাদের লিখার জন্য। আশা করি অন্যান্য সংখ্যার মত এই সংখ্যাতেও আপনাদের সাড়া পাবো। অনন্ত অন্যান্য বারের থেকে বেশি সাড়া পাবো এই প্রত্যাশা রইলো।
অন্য যেকোন তথ্যের জন্য আমাদের মেইল করতে পারেন। ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট, ফেইসবুক পেইজে।
ধন্যবাদ আপনাদের সবাইকে।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




