চৈত্রের আকাশে দ্বাদশীর চাঁদ
আমার না দেখা সোনালী চিলের মত একা একা চক্রমান ,
না, দেখা হল না চক্ষু মিলিয়া
আমার সামনে পলক ।
হায় ,দৃশ্যে চাঁদ বহুক্ষণ
রাত ভোর হলে শিশিরের শব্দে
সোনালী পালক বেয়ে যাবে দৃশ্যান্তরে
যেখানে মহীনের ঘোড়াগুলি ঘাস , ফুল আর মাটি।
দৃশ্য থেকে দৃশ্যান্তর -বলা যায় কি
মাঠ থেকে দুরে , জলের মাঝখানে
ত্রিমাত্রিক ছবি , নিভৃত কথা জেনে নেবে ঝিনুক -
বোন আমার,
লিখে নিও মুক্তো গাঁথায়
প্রিয় চাঁদ ,দ্বাদশীর চাঁদ।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





