নাবিক চিনেছো, আমারাও সমুদ্রে ছিলাম বহুদিন
মনে পড়ে , আদিম পৃথিবীর শিকড় ডুবে গেলে
কৃষ্ণমানব পথভুলে এসেছিল এই নদী মাতৃকায় ,
ছড়িয়েছে পরাগরেণু ,জেনেছে সৎভাব , সৎসঙ্গ
জানা হয় যথাযথ ব্যবহার মৃত্তিকার,ফসলের
উঠে গৃহ , বাস্তুভিটা , আসে সুপেয় জল
দৃশ্যে মন কাড়ে ভোর , চৈত্রে সোনালী চিল
শৈশবে ঢুকে পড়ে নীল গোখ্রা , চিনে বাদাম
শাল বনের ছায়ায় কেঁপে উঠে প্রথম প্রেম ।
আলিঙ্গনে সমুদ্র না বৃষ্টি কাঁদে?কার্য না কারণ ?
নাবিক জেনেছে সবটুকু আর দেখেছে আকাশ
রাতভোর হলে পিপাসা মেটায় সুপেয় জল
স্পর্শে আনে জীবন নাবিকের , আকাশের
তবুও নোনা রক্ত , সমুদ্র বিহারী মানব মন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





