ভেসে ভেসে সৈকতে কি বলো ঝিনুক?
জানে কি নক্ষত্র আর শুনেছে ধীবর?
যাই বল , কি বেদনা ?আর মিটিবে না
আসিবে না নিস্কৃতি ,বন্ধু তবুও বিদায় ।
জানা যাবে মুদ্রা বিনিময় , মুক্তার দর
মাছ গুণে গুণে নিদ্রা যাবে সঙ্গী ধীবর
দুর নক্ষত্র চিনে নেবে পরিপাটি শরীর
চেনা চেনা সাদা মুক্তো - মূক , বধীর ।
সর্বনাশ জানিবে না , জানে না অঙ্গুরি
মন তবু কাঁদে, নিরালা প্রহর গুণে
ভেসে ভেসে সৈকতে এই বলো ঝিনুক?
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





