বালিকা ,খুঁটে খুঁটে কি নেবে ?সময়?
আসেনি হৃদয়ে জল, ভরেনি অধর
জানে মন, দিন কেটে কেটে গেলে
চেয়ে থাকে ক্লান্তি ,চেনা রৌদ ,প্রহর।
কে জানে তার গল্প , কথা তাহার?
রাজহংস ,কোকিল কি শুনেছে সে গল্প
নদী ডুবেনা বর্ষায়, ভরবে না জলে ,
শুধু চেয়ে থাকা-সময় কথা বলে ।
বালিকা, ফিরে ফিরে আসো দ্বিচক্রযানে
চেনা রাস্তায় ,সহজিয়া বাদে , ভিন্ কথায়
শুরু করি দারুণ পরিশিষ্ঠ- সমাপন নয় ।
জানবে তুমি ,দিন কেটে কেটে গেলে
আনবে না ক্লান্তি , নদী ভরবে বর্ষায়।
ফিরে আয় বালিকা, আয় ফিরে আয় ।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





