বায়ু বেগে সরল জল উঠে পড়ে আকাশে
শরৎ ,গ্রীষ্ম ,হেমন্ত, শীত আর প্রিয় বসন্তে
তবুও শব্দরা খেলা করে দৃশ্যে ,এই বর্ষায়
চেনা অচেনা নানা রঙে ডাকে-আয়,আয় ।
কে ডাকে? বর্ণ ? জল? নাকি অন্য কেউ ?
তবে কি মেঠো শব্দরে শুনেছিলো নীল ঢেউ?
ঢেউয়ে ঢেউয়ে মেঘ বয়ে আনে জলীয় সুর
যক্ষের?চিলের ? না এক বিরান পৃথিবীর?
ঘুরে ঘুরে বৃষ্টিতে, শরীর ভিজে ভিজে যায়
শব্দ শুনি নানান রঙের- আয়,চলে আয়।
জানো বিহঙ্গ -বৃষ্টিটা জল ,ভিন্ন কিছু নয়
জল শুধু জল- উঠে আসা ঘোলাটে জল।
তবু শব্দে ভাসে দৃশ্য ,এই সন্ধ্যা বর্ষায়
ঝাউপাতা ডাকে “জলে ভেসে ভেসে আয়”।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





