“আজ যে জোৎস্না” তুমি বলে দিয়ে চাঁদ
প্রতিসরণ বা প্রতিফলনের নিয়ম গুণে
কিছু বক্র বা সরল আলো আনো, আলো
তোমার কান্নার মত কিছুটা স্বচ্ছ আলো।
ঠিক তক্ষুণি ভিড় করে কি সব ইচ্ছে,
বিরামহীন খেলে যায় আজো চর্তুদিকে
স্বচ্ছ হয়ে দৌড়ে দৌড়ে আসে শরীরে
শোনা যায় না. বলা যায় না
দীঘল,সরল ,লোমশ সব ইচ্ছে।
প্রিয় চাঁদ ,পৃথিবীর কোন লগ্নে
জোৎস্নাকে ডেকেছিলে তুমি
বাহুলগ্না করেছো এমন সাধ
মানবের, হরিণের,কুহকের?
জেনেছো কি ?রাত্রির জোয়ারে
জোৎস্নাকেই সঙ্গী ,বন্ধু ভেবে
ত্রস্ত কালসাপ এসেছে
এই বাংলায় ,নিরালায়
ভেঙ্গেছে বাসর বেহুলার।
তবু কেন সহসা বল?
হে চাঁদ, হে দয়িতা
-আজ যে জোৎস্না।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





