চাঁদের বা দুর নক্ষত্রের নীচে
সব গল্পের, আয়োজনের বিরামহীন সারাৎসার -
কেউ রবে না ,রয় না কেউ।
তবু আকাশমুখী ফসলী মানুষের কি সাধ
জলে ডুবে যাবে বলে
ফিরে আসে বাল্যে
ভেসে যায় স্মৃতির ভেলায়
মনে পড়ে
- বাদল দিনে কিংবা স্কুল পালিয়ে সিনেমায়
প্রথম কৈশোরের বা নগরের পুরনো ছায়ায়।
খানিকটা দুরে পায়ের চেনা আওয়াজ
দ্বিগবিদিক নেচে যায় , আমরণ
সেই শোনা শব্দে
- হরি ,পার করো আমারে
ফারাক বিস্তর এপার ওপারে।
যাচ্ছে , যাবে নিশ্চিত।
জলে ডুবে যাবে।
তবু ঝর্ণার আওয়াজ নিয়ে আসে
-মা বাড়ি যাব ,তৃষ্ণা পেয়েছে।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





