বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। শিক্ষিত জনসংখ্যা কোন দেশের বোঝা নয় বরং সম্পদ। বাংলাদেশসহ সারা বিশ্বে অতি দ্রুত শিল্পায়ন হচ্ছে। ফলে দক্ষ জনশক্তির প্রচন্ড অভাব দেখা দিচ্ছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান অবলমবন হল জনশক্তি রপ্তানি। বেশির ভাগ ক্ষেত্রে বিদেশে অবস্থানরত এই জনশক্তি অদ। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও ইংরেজি জ্ঞানের অভাবে তারা প্রাপ্য মজুরী ও পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছে। সামান্য কারিগরি শিক্ষা ও ইংরেজি জ্ঞান তাদের অবস্থানের আমুল পরিবর্তন ঘটাতে পারে। এই উপলব্দি থেকে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশ এডভান্সড ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইস্ট)। উপযুক্ত শিার মাধ্যমে একজন শিক্ষাথর্ীকে চাকরীযোগ্য, দক্ষ, স্বনির্ভর ও আত্বপ্রত্যয়ী করে তোলা এবং তার মাঝে ভবিষ্যতে ধাপে ধাপে উন্নতির আকাঙ্খা জন্মানো এ প্রতিষ্ঠানের ল্য। ট্রেনিং বা ক্রমাগত শিা চাকুরীজীবিদের দতা বাড়ায় এবং পদোন্নতির সুযোগ করে দেয়। যারা কাজের চাপে, অফিস সময় এবং সূচির কারনে কিংবা সাধ্যাতীত খরচের কারনে এতদিন কোন কোর্সে যোগ দিতে পারেননি, তাদের জন্য বাইস্ট হল আশার আলো। কারন, বাইস্ট শিাথীদের সুবিধাজনক সময়ে কাস নিয়ে থাকে এবং এর কোর্স ফি সামর্থের মাঝে। বাইস্ট দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের প্রয়োজন অনুসারে যুগোপযোগি প্রশিনের ব্যবস্থা নেবে এবং শিাথীদের কর্মসংস্থানের চেষ্টা করবে । বিশেষ বৈশিষ্ঠ্য:
ডক্টরেট ইঞ্জিণীয়ার সম্বৃদ্ধ ফ্যাকাল্টি
হাতে কলমে শিক্ষা
কোর্সসমূহ চাকুরী উপযোগী
স্পোকেন ইংরেজির জন্য বিশেষ কাস
কোর্স ফি সামর্থের মাঝে
গরিব ও মেধাবীদের জন্য বৃত্তির ব্যবস্থা
চাকুরীজীবিদের জন্য সান্ধ্য ক্লাস
বিভিন্ন পেশাজীবিদের দ্বারা বিশেষায়িত কাস
শর্ট কোর্স:
1) সার্টিফিকেট ইন মাইক্রো-কন্ট্রোলার এন্ড ইন্ডাষ্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স
2. সার্টিফিকেট ইন টেলিকমিউনিকেশন ইঞ্জিণীয়ারিং
3. সার্টিফিকেট ইন অপটিক্যাল ফাইবার ক্যাবলস জয়েন্টিং, ইন্সটলেশন এন্ড মেইন্টেন্যান্স
4. সার্টিফিকেট ইন কপার ক্যাবলস জয়েন্টিং, ইন্সটলেশন এন্ড মেইন্টেন্যান্স
5. সার্টিফিকেট ইন পিসিবি ডিজাইন
6. সার্টিফিকেট ইন ডিজিটাল ইলেক্ট্রনিক্স
7. সার্টিফিকেট ইন এসি এন্ড রিফ্রিজারেটর রিপেয়ারিং
8. সার্টিফিকেট ইন ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস এন্ড ওয়ারিং
9. সার্টিফিকেট ইন বয়লার অপারেশন, মেইন্টেন্যান্স এন্ড রিপেয়ারিং
10. সার্টিফিকেট ইন ওয়েল্ডিং এন্ড গ্যাস কাটিং
যোগাযোগ:
বাসা-21/ই, সড়ক-1, নিকুঞ্জ-2, ঢাকা-1229 ফোন: 0152-475199, 0152-475279, 0178-559922
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




