আগামী পাঁচ বছরের মাঝে মধ্যপ্রাচ্য দেশগুলিতে, আফগানিস্থান, তাজাকানিস্তান, ইরাকে প্রভৃতি দেশে প্রায় দশ লক্ষ দক্ষ লোকের প্রয়োজন হবে। এর সিংহভাগ সরবরাহ আমরা করতে পারি। কারন, আমরা মডারেট মুসলমান, আমরা কাজে আন্তরিক, আমাদের পারিশ্রমিক কম ইত্যাদি।
তবে কথা হল, আমরা কি এর জন্য প্রস্তুত? আমাদেরকে দক্ষ হতে হবে। ইংরেজী বা আরবী ভাষা জ্ঞান থাকতে হবে। এ লক্ষ্যে সরকারী ও বেসরকারী পর্যায়ে ব্যাপক উদ্যোগ নিতে হবে। সরকারকে পলিসি নির্ণয় করতে হবে। বেসরকারী উদ্যোগকে সহযোগিতা দিতে হবে। নইলে এ বাজার আমাদের হাতছাড়া হয়ে ইন্ডিয়ানদের হাতে চলে যাবে, যা বরাবর হয়ে আসছে।
ইন্ডিয়ান পলিসি মেকাররা স্মার্ট। তারা মার্কেট ষ্টাডি করে সময়োপযোগি সিদ্ধান্ত নেয় এবং পলিসি নির্ধারন করে।
আমাদের জনশক্তি ও প্রবাসী মন্ত্রনালয়ের এ ব্যাপারে মুল দায়িত্ব পালন করতে হবে। বিদেশী দুতাবাসকে সক্রিয় করতে হবে। অপদার্থ দুতাবাস কর্মকর্তা ও কর্মচারীদের অপসারন করে যাকে দিয়ে কাজ হবে তেমন কমর্ী বাহিনী নিয়োগ দিতে হবে। দুতাবাস কর্মকর্তা ও কর্মচারীদের বলছি - অনেক হয়েছে, দেশের জনগণের টাকা অনেক খেয়েছেন, আরাম আয়েশ করেছেন। প্লিজ, এবার দেশের জন্য কিছু করুন। রাজনীতিবিদ, আমলা তথা নীতি নির্ধারকদের বলছি, একটু দেশের কথা ভাবুন, দেশকে ভালোবাসুন।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




