রহিম মিয়া : (কাউলারে দেখাইয়া কয়) উনি খালি আমার বউ'র পেছন ঘুর ঘুর করে।
মেম্বর : কেন? ওই কাউলা, তুই রহিম এর বউ'র পেছন পেছন ঘুরছ কেন?
কাউলা: মেম্বর সাব, এমন সুন্দরী মাইয়া দেখলে আপনেও ঘুরবেন।
(মেম্বর এর চোখ চক চক করে ওঠে)
মেম্বর: রহিম। তোমার বউ কই?
রহিম: ঘরে।
মেম্বর: তারে ডাকদেও
রহিম: (বিরক্ত হইয়া) তারে কেন আবার? আমি তো নিজের চউক্কে কাউলারে ঘুর ঘুর করতে দেখছি। পুকুর ঘাট থিকা সকালে গোসল কইরা আসার টাইমে কাউলা হগল দিন ঘাটপারে বইয়া থাকে।
মেম্বর: ঠিক আছে। কাউলা, তোমারে জানি আর রহিমের বউর ত্রিসীমানায় দেখা না যায়।
কাউলা গজ গজ করতে করতে চইলা যায়।
পরদিন ভোর:
মেম্বর নিজেই মেছওয়াক করতে করতে পুকুর ঘাঁটে হাজির................
..........................................................................................
..........................................................................................
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




