আহ! সাধাসিধে পোশাকে তত্ত্বের বাণীতে
রূপ অপরূপে আহ! ওই বাহারি পোশাকে
দিনের আলোয় জ্বেলে যাচ্ছ কথার প্রকট
যেনও ছুটছে পত্রিকার পাতায় মলাট
মলাট; আহ! এই দিন দিন নয় যেনও
আলাদিনের চেরাগ; ভরে উঠেছে খ্যাতিও
ওই পঞ্চ আভায় মানব দেশজ প্রেমে
কিছু বলছ কী জেনে;কিছু মেনে-মেপে মেপে
সন্ধ্যার আলোয় রাতচেনা পথিকের পিছু
পিছু নীড়ে ফেরা; ভেড়ার দঙ্গলের ন্যায়ও
মিশে যাচ্ছ কী পতিতার বাড়ী ফেরার মতো
হে! আমার প্রিয় সুশীল বাবু ও কবিগণ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




