বিচার হলো পলাতক এক নরপশুর!
অপেক্ষায় থাকলাম আরও নরপশুদের বিচারের।
'৭১ খুনিরা আমাদের দেশকে পঙ্গু করে দিয়েছিল সবচেয়ে মেধাবী, দেশের ভবিশ্যত নির্মাতা দের খুন করে। তারা খুন করেছে কয়েক লক্ষাধিক নিরীহ সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধাদের।
আজকে এই সব খুনিদের একজনের বিচারের রায়ে আনন্দিত, উদ্বেলিত। মুক্তিযোদ্ধাদের বাঙলায় রাজাকারের কুনো ঠাই নাই।
কিন্তু গত চার বছরে খুন, গুম, ধর্ষণ এর মত হাজার হাজার ঘটনা ঘটেছে। একইভাবে শেয়ারবাজার, ব্যাংক জালিয়াতির মত কলঙ্কিত ঘটনা দেশের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে।
পদ্মা সেতু তৈরির আগেই অগ্রিম টাকা খেয়ে ফেলেছে আবুল ও তার নেত্রী।
এভাবে একটা দেশকে পিছিয়ে দেয়া; সাধারণ জনগণের ভবিষ্যৎ ধ্বংস করা; সর্বোপরি দেশটাকে মৃত্যুপুরীতে পরিণত করাও '৭১ এর জঘন্য, বর্বরোচিত মানবতাবিরোধী অপরাধের চেয়ে কম নয়; বরং অনেকাংশে '৭১ এর জঘন্য অপরাধকেও ছাড়িয়ে গেছে।
তাই এই খুনি,বিশ্বচোর, মানবতাবিরোধি সরকারের টপ টু বোটম সব কুলাঙ্গারদেরও বিচারের আওয়তায় আনতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




