৮ই সেপ্টেম্বর, ২০১০। পৃথীবির ইতিহাসে একটি কালো দিন ।।
ওই দিন আমি, মোছাঃ কুটুম বেগম সাহস করে লিখে ফেললাম, আমার জীবণের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ব্লগ। :#>
লিখার পর মনে হল, 'আহা! আমি ইহাকে পাইলাম। এ আমার সম্পত্তি নয়, সম্পদ'(মাফ করবেন, রবি বাবু

) সবেধন নীলমণি ওই একখানি ব্লগ নিয়ে কি যে করব, বুঝে উঠতে পারছিলাম না।। 'কাকের ছানা, বকের ঠ্যাং' যাই লিখি না কেন বন্ধু বান্ধবদের না দেখালে তো আবার ইফতার হজম হবে না। তাই প্রথম কর্তব্য বলে স্থির করলাম, যেমন করেই হোক, আমার ইয়ার দোস্তদের এই নব্য প্রসূত লেখনীখানি দেখাইতে হবে। কিন্তু কি করিব বুঝতে পারছিলউম না। হঠাৎ বিধাতা মাথায় টোকা মেরে বললেন, 'ওহে গর্দভ,সারাদিন তো দেখি ফেইসবুকে চ্যাটাং চ্চ্যাটাং কর।তা ওই হাবিজাবি জিনিসটা ফেইসবুকে পাবলিশ করে দিলেই তো হয়।।'
সাধু।দিলাম জিনিসখানি, ফেইসবুকে পাবলিশ করে। মনে খুব ভয়, কী জানি কি হয়! একটু পর পর এসে চেক করে যাই, কেউ কোন মন্তব্য করলো কিনা!! কিন্তু নাহ। কোনো নটিফিকেশন নেই

। না ফেইসবুকে, না সামু তে...

নামাযে গেলাম। নামায পড়বো কী! দু রাকার পড়ে এসে একবার পিসি চেক করে যাই তো চার রাকাত পড়ে এসে আরেকবার চেক করি।। কিন্তু কারো মনে এতটুকু দয়া হ্য় না

।। অবশেষে কোথা থেকে যেন দৈবের মতো উদয় হল আমার কতগুলো দোস্ত-দুস্তি

।। ছোট্ট বাচ্চা প্রথম দিন হাতে রং নিয়ে দেয়াল ভরিয়ে দিলে মা-বাবা যেভাবে মধ্যমপন্থী(ঠিক বকা ন্য় আবার ঠিক প্রশংসা নয়,মাঝামাঝি) কথা বলে, আমার দোস্ত-দুস্তি'রাও ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ হল

তবে আমার কাছে কমেন্ট পাওয়াটাই বড়, who cares, positive or negative

।। গোটা ছয়েক কমেন্ট পেলাম, পেলাম দুই/তিনটি like

। দিলখুশ

।
এর মধ্যে দেখি এক বান্ধবী আবার সেটা তার ওয়ালে পাবলিশ করে দিল। কেউ একজন আবার তাতে কমেন্ট ও করলো, ' পুরান বোতলে, নতুন ওয়াইন'..... হাঃ হাঃ
এদিকে সামু তে আমার বয়স মাত্র একদিন।। এখানকার হালচাল কিছুই বুঝতেছিনা :-& ।। এখন পর্যন্ত কমেন্ট করার এক্সেস পাইনি

।। এক সপ্তাহ নাকি পর্যবেক্ষ্ণণে রাখা হবে.

.... দেখা যাক কি হয়!!!
কিন্তু আমি আশাবাদী, এম্ন একদিন আসবে, যেদিন আমাকে আর দুরুদুরু বুকে ব্লগ লিখতে হবে না। হয়তোবা ঘুমিয়ে ঘুমিয়ে লিখে ফেলতে পারব কোনো ব্লগ

।। তা হোক না সেটা 'কাকের ঠ্যাং,বকের ছানা'