-- কি অইল, মেজাজ খারাপ ক্যান?
:: কইস না বান্ধবী। ক্লাসে বসছিলাম লীনা’র পাশে। ভ্যাজর ভ্যাজর কইরা মাথা ধরায়া দিসে।
-- ওরে তো দেখতে শান্ত শিষ্ট_ই মনে হয়।
:: ভালই শান্ত শিষ্ট। যতবার ওর সাথে বসছি, ততবার খালি এ-ক কথা ,, ‘‘মাথায় ওড়না দে, বোরকা ধর, হিজাব কর ... ব্লা ব্লা ব্লা ...’’
--আমার মনে হয় সে তোকে উপদেশ দিচ্ছে
:: তার উপদেশ দিয়ে কি করব? ধুইয়া পানি খাব?? আমি আমার ধর্ম সম্পর্কে খুব ভালভাবে জানি। সে তার নিজের চরকায় তেল দিতে পারে না? আমার পিছে লাগছে কেন?
--কিন্তু, বান্ধবী হিসেবে তোকে ভাল কাজে উৎসাহ দেয়া তার কর্তব্য।
:: ভাল কাজ বলতে তুই কি বুঝাইতে চাস?
--এই যেমন , হিজাব করা ......
:: Says WHO ??
--কে আবার বলবে ? কোরান_এই তো আছে কথাগুলা ।
:: একটা কথা শোন, মানুষের কাপড় কোন গুরুত্বপূর্ন জিনিস হইতে পারেনা। একটা মানুষের মন’টা কেমন সেটাই হল আসল
--ও আচ্ছা! তুই কি কাপড় পরিস, সেইটা তাইলে তোর কাছে ইম্পর্ট্যান্ট না ?
:: অবশ্যই না ।।
--হা হা। তাইলে প্রতি মাসে তুই ক্সমেটিক্সের পিছে এত বাজে খরচ কেন করিস? আর ডেইলি কলেজে আসার আগে চুল বাধতেই বা তোর এত সময় লাগে কেন?
:: তো !!
-- তো, এর মানে হইল এপেয়ারেন্স টা সবসময় তোর কাছে ইম্পর্ট্যান্ট।
:: না না । আমি বলতে চাচ্ছি, ধর্মে হিজাব কোন ইম্পর্ট্যান্ট জিনিস হতে পারে না।
--কী বলছিস!! আল্লাহ স্বয়ং হিজাবের কথা কোরানে বলে দিয়েছেন।
:: ওহহো । কোরানে যা আছে তার প্রতিটা জিনিস তো আর আমি মানতে পারবো না। আর আশা করা যায় এসব কিছু জিনিস আল্লাহ মাফ করে দিবেন
-- আল্লাহ শুধু তাদেরি মাফ করেন, যারা ভুলের জন্য অনুতপ্ত হয় এবং পরে আবার সেই কাজের পুনরাবৃত্তি না করে।
:: কিন্তু আমি হিজাব পছন্দ করিনা । it limits my freedom .
--so, what do u think? the beauty creams, lipsticks, mascara
and other cosmetics set u
free?! আচ্ছা সত্যি করে বলতো, freedom এর definition টা তোর কাছে কি ?
:: freedom মানে যা ইচ্ছা তাই করা
-- মোটেই না। মানুষ যা ইচ্ছা তাই করতে পারেনা। freedom মানে সঠিক জিনিস্টা করা। নিজের ইচ্ছামত ভুল কাজ করাটা কখনই freedom হতে পারেনা।
:: আচ্ছা আচ্ছা।। কিন্তু যদি আমার fnf আমার হিজাব পছন্দ না করে? আমাকে খুলে ফেলতে বলে?
-- তোর পরিবার যদি তোকে ডাকাতি করতে বলে, তুই করবি?
:: ধ্যাত! এটা একটা অন্যায় কাজ
-- ওও। আর নিজের সৃষ্টিকর্তার অবাধ্য হওয়া বুঝি খুব ন্যায়ের কাজ?
:: ওকে। ধরে নিলাম তোর কথাই ঠিক। কিন্তু আমি বুঝতে পারলামনা, ধর্মটাকে কেন তোরা এক্টুকরা কাপড়ের মধ্যে limited করে ফেলতে চাচ্ছিস?
-- তোরাই বা কেন, তোদের নারীত্বকে সামান্য হাই হিল আর লিপস্টিকের মধ্যে ধরে রাখতে চাচ্ছিস?
:: আমার প্রশ্নের আন্স্যার কিনতু পাই নি
-- আমার কাছে হিজাব শুধু এক টুকরা কাপড় নয়। এটা হল আল্লাহ’র কথার প্রতি সম্মান দেখিয়ে,বিশ্বাস রেখে যে কোন সিচুয়েশন ফেস করার মতো সাহসের আরেক নাম মাত্র। কিন্তু তোদের অই স্লীভ্লেস আর টাইট প্যান্টস ......
:: এগুলো হল ফ্যাশন। কীরে!! তুই কি এখনো সেই আদিম যুগেই আছিস? তুই কি বুঝিস না, হিজাব হল মেয়েদের কন্ট্রোলে রাখার জন্য ছেলেদের একটা অজুহাত মাত্র।
-- কী আশ্চর্য্য! মেয়েদের কন্ট্রোলে রাখার জন্য হিজাব ছেলেদের একটা অজুহাত ??
:: অবশ্যই
-- আচ্ছা, তাহলে আমাকে বোঝা, যে মেয়েটা তোকে হিজাব পরতে বলল , তার কি স্বার্থ?
:: ….এটা ভেবে দেখিনি। কিন্তু …
-- কিন্তু তুই আমাকে বোঝাতে চাচ্ছিস, যেসব ফ্যাশন মেইল-ডমিনেটেদ কর্পোরেশনের মাধ্যমে ডিজাইনড হয়ে আসছে সেগুলো তোকে freedom দিচ্ছে?? Men have no control on
exposing women and using them
as a commodity?! Give me a
break!
:: দাঁড়া দাঁড়া। আগে আমাকে শেষ করতে দে। আমি বলতে চাচ্ছিলাম, ...
--তুই বলতে চাচ্ছিলি, ছেলেরা হিজাবের মাধ্যমে মেয়েদের কন্ট্রোল করে?
:: তা নয়তো কি? মেয়েরা কখন কি পরবে এটা তাদেরকে বলে দেয়ার ছেলেরা কে? Dummy !!
-- ও। আর টিভি, সিনেমা, ম্যাগাজিনগুলা যখন বলে দেয় কি পরলে তোকে attractive আর sexy দেখাবে, তখন?
:: ওটা ফ্যাশন
-- সেটা বুঝি কন্ট্রোল নয়? তারা যখন যা বলবে তুই তখন তাই পরবি?
:: (নীরব)
-- তারা যে শুধু তোকে কন্ট্রোল করছে তা নয়। পুরো মার্কেটটাও তাদের কন্ট্রোলে
:: কী বোঝাইতে চাস? তুই বল, হিজাব কি একটা প্রোডাক্ট নয়?
-- হিজাব হল সেই প্রডাক্ট, যা তোকে মেইল-ডমিনেটেড সোসাইটির হাত থেকে বাঁচিয়ে দেবে
:: STOP IT ! আমি হিজাব প র বো না।। আমার বয়স মাত্র ২০। এখনি হিজাব নিয়ে আমি আমার জীবনের সুন্দর সময়টুকু নষ্ট করতে চাই না।
-- fine! হাশরের ময়দানে তোমার আল্লাহকে সেটা বুঝায়ে বইলো ।
আবার কিছুক্ষন নীরবতা ...... হঠাত করে প্রচণ্ড কান্নার শব্দ ...
-- আরে আরে কাদছিস কেনো?
:: আমি জানিনা আমি কেনো কাঁদছি । কিন্তু এটা বুঝতে পারছি আমি তোর সাথে তর্কে হেরে গেছি।
-- আরে গাদ্দু, তুই হারবি কেনো? তুই ই তো জিতে গেলি।
হারিয়া গিয়াও প্রমাণ করিলি তুই হারিস নাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




