এখানে কি লিপ ইয়ারের কোনো ভজগট আছে নাকি অন্য কিছু?
যেহেত ইংরেজী ক্যালেন্ডারে লিপ ইয়ারের কারণে প্রতি চার বছরে আমরা একদিন অতিরিক্ত পাই, সেহেতু সেই হিসেবে প্রতি চার বছরে ২১শে ফেব্রুয়ারি তো বাংলায় ১দিন করে তারিখ এগিয়ে যাওয়া উচিত ছিলো? মানে প্রথম চার বছর ২১শে ফেব্রুয়ারি ৮ই ফাল্গউন , তার পরবর্তি চার বছর ৯ই ফাল্গুন, তার পরবর্তি চার বছর ১০...... এরকম হওয়া কি উচিত ছিলো না ?
নাকি বাংলা ক্যালেন্ডারের নিজস্ব কোনো পদ্ধতি আছে? কেউ কি জানেন?
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




