আপনি কি একজন মেয়ে- মানুষ? তা আপনি কি ডাক্তার? বা ডাক্তারি পড়ছেন ?? ওয়াও !! তাহলে তো সোনায় –সোহাগা। আপনাদের দেখলাই কেন জানিনা আমার ভিতরের পুরুষ-সত্বাটি জেগে ওঠে প্রবল বিক্রমে । আরে আপনাদের মত এত ভাল আর নীরিহ শিকার কই পাব?
আসলে মাঝে মাঝে আপনাদের জন্য আমার দুঃখ হয় জানেন তো। আপনাদের মত এমন অবলা জীব বোধয় আর দ্বিতীয়টি নেই। হা হা বুঝলেন কিনা, এতে অবশ্য আমাদের জন্যই ভাল হয়েছে। কারো পৌষ মাস কারো সর্বনাশ। এই যেমন, কদিন আগেই আপনাদের সিওমেকের সাজিয়া আফরিন কে কেমন রাতের আধারে attack করলাম। কি হয়েছে আমার? কচু !! আর মাঝখান থেকে বোকা মেয়েটার ভবলীলা সাঙ্গ হল । হা হা :p
আবার গত সোমবার বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজের ডাঃ শেজাদী আফসাকে তারই নিজের বাসায় স্বামী হয়ে তাকে খুন করে ফেললাম । মনে হইল যেন একটা তেলাপোকা মারলাম। হা হা বুঝলেন কিনা এত মজা জীবনেও পাই নাই।
আর মেডিকেলে পোলাপান গুলাও বুঝলেন কিনা এত ভীতুর ডিম আর বোকার হদ্দ, বড়জোর ফেবুত
কয়দিন আহা, উহু করব, দু একটা মানব- বন্ধন করব তারপরেই শেষ। মু হা হা
কয়দিন পর আপনারা নাকি আবার নতুন স্বাস্থ্যনীতির নিয়ম অনুসারে এক বছর ইন্টার্নি করতে গ্রামে যাবেন? দারূণ! তখন তো আমাদের পোয়াবারো।
তবে হ্যাঁ ভাই, অন্য প্রফেশনের মেয়েদের আমরা বড় ভয় পাই। অদ্ভূত কানেকশন ওদের। গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দেয়া যায় না, খবর কইরা ফালায়। প্রথম-আলোর মত পত্রিকায় পর্যন্ত হেডলাইন চলে আসে, আর ফেবুত তো স্ট্যাটাসের মহাসেন বইয়া যায়। বুঝলেন কিনা দুনিয়াটা শক্তের ভক্ত, নরমের যম। তাই আমরা বাইছা বাইছা নরম গুলারে টার্গেট করি। হাহা বুঝলেন কিনা
ও আইচ্ছা ভাল কথা! আপনার ও যদি ভাল মন্দ কিছু খাইতে মন-চায় খাইয়া লন, সুন্দর- আসুন্দর স্ট্যাটাস দিতে মন চায়, দিয়া লন। কওয়া যায়না কদিন পরে আপনিও হয়ত মানষের স্ট্যাটাস হইয়া যাইতে পারেন, হা হা
বিঃ দ্রঃ পারলে কিছু সুন্দর প্রোফাইল পিক আপলোড দিয়েন, বুঝলেন কিনা আপনার মৃত্যু পরবর্তি পোস্টার বানাইতে লাগব তো। আর রেডী থাইকেন, আসতাছি আমি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




