চারিদিকে এখন নির্বাচনি মহোৎসব। বিকেল হলে তাই মাইকে ‘অমুক মার্কা – তমুক ভাই’ এর প্রচারণা শুনলে ঘরে আর মন টেকে না (সেটা কি বিরক্তিতে না আনন্দে সেটা আর নাই বলি)। কাল বিকেলে হঠাত শুনি মাইকিং করতেসে, ‘ঢিল মারো ভাই ঢিল মারো, অমুক মার্কায় ঢিল মারো’... আমি বলি খাইসে! এর মধ্যেই পার্টি- অ্যান্টি পার্টি মারামারি লেগে গেসে! কাকে ঢিলে মারতে হবে সেটা ভাল করে শোনার জন্য জানালার কাছে গেলাম, গিয়ে শুনি বলতেসে, ‘সিল মারো ভাই সিল মারো, অমুক মার্কায় সিল মারো’ :o আল্লাহ বাচাইছে!। শেষে সিল মারতে গিয়ে ঢিল মেরে আসতাম । thanx to my strong hearing mechanism :p
নির্বাচন আসায় বুঝতে পারলাম আমাদের আশেপাশের মানুষ যে কতটা ক্রিয়েটিভ! দুপুরে খেয়ে দেয়ে ঘুমাতে গেলে কত সুন্দর সুন্দর গান শোনা যায়। এই যেমন,
‘লোকে বলে, বলেরে, অমুক ভাইয়ের মার্কা চমতকার’ কিংবা
‘বানিয়া বন্ধুরে-এ-এ ... একটা ‘ডাব’ আনাইয়া দে ...’ (বলা বাহুল্য, এখানে ডাব একটা মার্কা)
‘মুরগি মার্কায় ভোট দিন, সামনে আসছে শুভ দিন , কুক্কুরু কুক্কুরু’
‘আগুন লাইগাইস না আমার গায়ে গো, আগুন লাগাইস না আমার গায়ে’ – এই গান যে কেন গায় এখনো তাঁর শানে নযুল পাইলাম না।
‘তমুক ভাইকে ভোট দিন, সেবা করার সুযোগ দিন’ – কথা শুনলে মনে হয় যেন, এখন সেবা করতে না করসি
তবে আমিও কম ক্রিয়েটিভ না, গান নিয়ে আমারো কিছু সাজেশন আছে, যেমন, একটা বলি,
‘ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়। বন্ধু যখন বউ লইয়া অন্য মার্কায় ভোট দিয়া হাইট্টা যায়, বুকটা ফাইটটা যায়’
আবার মার্কা গুলারো হরেক ভ্যারাইটি। টেলিভিশন থেকে শুরু করে ক্রিকেট ব্যাট, টিউব-অয়েল,, আনারস থেকে শুরু করে ডাব, আপেল, মুরগি কী নাই। তবে নিউ জেনারেশনের জন্য আরো কিছু মার্কা দেয়া যাইতে পারে, যেমন, ফেইসবুক মার্কা, ইউটিউব মার্কা, মোবাইল, কম্পিউটার মার্কা, টুইটার মার্কা, শাহবাগ- মতিঝিল মার্কা ... অভাব আছে নাকি !!
আর লোকাল পত্রিকা খুললে পরে দেখা যায়, অমুক ভাই তমুকের সাথে,, তমুক ভাই অমুকের সাথে কোলাকুলি করতেসেন। এদের থেকে দশ হাত দূরে থাকতে হবে। বেশি কোলাকুলি যারা করে তাদের তো ভোট দেয়াই যাবেনা। দেখা হইলেই খালি যদি কোলাকুলি করে, তাইলে তো সমস্যা !!
অবশেষে একটা কথাই বলতে চাই,
‘সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়’
- এখন আমাদের সুসময় ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




