বিমানবন্দর - কবিতাটি লেখার পেছনে খানিকটা আবেগ থাকলেও আমার নিজের ব্যক্তিগত মত হলো, সেই আবেগের যথার্থ প্রকাশ হয়নি । তারপরও কিভাবে যেন কারো কারো আবেগ-অনুভুতিকে কম-বেশী ছুঁয়ে গেল এই কবিতা ।
ব্লগার নম্রতা সেই অনেকের একজন । মন্তব্যে বলে গেলেন এই কবিতা আবৃত্তি করবেন । আমি বেশ আগ্রহী হয়ে উঠলাম । নিজের আবেগ আরেকজনের কন্ঠ হতে ঝরে পড়ছে ! খুবই অদ্ভূত এক মুহূর্ত হবে নিশ্চয়ই আমার জন্য!
তারপর দিন গেল তোমার পথ চাহিয়া .......
কিন্তু আমাকে অবাক করে দিয়ে একটু আগে আমার ব্লগে নম্রতার একটি মন্তব্য এবং সাথে একটি লিংক । ক্লিক করতেই হালকা ভাবে ভেসে এলো বিমানের আওয়াজ আর একটু টুংটাং শব্দ - দারুণ আবহ সংগীত চুড়ান্ত আগ্রহ জাগালো । মনে মনে ভাবলাম, "আচ্ছা, নম্রতা আমার কবিতাই আবৃত্তি করবে তো নাকি ...!"
আমারই কবিতা !!! অনেক মিষ্টি, ভেজা ভেজা কন্ঠস্বর আবেগে নিষিক্ত করল আমার লেখা একেকটি শব্দকে একে একে ।
ঈদের ঠিক আগে আগে এমন একটি উপহার !!! নম্রতা'কে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ ।
যতদূর মনে পড়ে , আমি মনে হয় এখনো কোন পোস্টের শিরোনামে সরাসরি উৎসর্গ করে কারো নাম লিখিনি কখনো । সেই রকম ইচ্ছে কেন জানি করেনি । তবে কাউকে ধন্যবাদ জানাতে গিয়ে এটুকু আজকে না করলেই নয় ।
আবৃত্তির লিংক - Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


