*******************************************
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ।
আর আমি আমি জানি জানি
প্রতি রাতে হয়রানী
হারানো শব্দের খোঁজ।
আর এইভাবেই নরম বালিশে
তোমার ঐ চোখের নালিশে
বেঁচে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এইভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাত পরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান।
[শেষ কথা ---- কাবজাব লেখা থাকিয়া কিছু খুঁজিয়া পাইবার আশা করিয়া, পাঠক কুল যদি লেখকের মতন করিয়া কাবজাব ভাবনায় আউলাইয়া যায়, তাহাতে পাঠক ০%ও দায়বদ্ধ নহে।]
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




