গতোকাল রাতের ঘটোনাঃ
আমি নাকি খুব নেশাগ্রস্থ ছিলাম ?
কি আশ্চর্য আর নিন্দনীয় !
মেষপালকের হৃদয় বাঁশি ছাড়া আর কিছুতে নেশাগ্রস্থ হয় না ।
দৃষ্টিভ্রম হয়েছিলো ? আমি নাকি ভিষণ উলটাপালটা বকে ছিলাম?
ওরা তো তেমনি বলে, তুমি কাল রাতে আমার সামনে ছিলে না ?
আমার চোখে হাত রাখনি ? আমার বিড়বিড় করা ঠোটে চুমো খাওনি ?
তুমি গুনে গুনে একহাজার একবার বলনি , আমি তোমাকে ভালবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি... ?
কাল রাতে তুমি আমার পাশে বসে ছিলে না ?
তোমার খোঁপায় গুঁজে দেইনি একশ আট নম্বর নীলপদ্ম ?
তোমার শরীরের কাঁঠালচাঁপার গন্ধে আমি বিচুর্ণ হইনি ?
মাটিতে গড়িয়ে পড়ি নি বারবার ?
গতোকাল রাতের ঘটনাঃ
আমি নাকি নেশাগ্রস্থ ছিলাম ?
কী আশ্চর্য আর নিন্দনীয় !
তোমার আঁচল তুলে দিতে দিতে খসিয়ে নেইনি ধ্রুপদীর বস্ত্রহরণের মতন?
আমি তীরন্দাজ তোমাকে জয় করিনি অর্জুনের মতোন ?
কি আশ্চর্য আর নিন্দনীয়
আমি নাকি গতোকাল রাতে নেশাগ্রস্থ ছিলাম?