সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ২০০৯ সালে ইউটিউবে প্রতি মিনিচে ২০ ঘন্টার ভিডিও আপলোড হতো। ১০ মাস ব্যবধানেই এই সংখ্যা বেড়ে ২৪ ঘন্টায় দাঁড়িয়েছে। এই সময়ে সাইটটি থেকে ভিডিও আপলোডের বৃদ্ধির হার দাঁড়িয়েছে শতকরা ১৭ ভাগ।
সংবাদম্যাধমটির বরাতে জানা গেছে, সাইটটির এই কৃতিত্ব যে কোনো মানদ-েই চমৎকার। সাইটটি থেকে প্রতিদিন আপলোড করা ভিডিওর সময় প্রায় ২০ লাখ মিনিট বা ৩৪,৫০০ ঘন্টা।যেকানে ২০০৮ সালের এপ্রিল বা মে মাসে প্রতি মিনিটে আপলোডের সময় ছিল ১২ ঘন্টা।
সংবাদম্যাধমটি জানিয়েছে, ইউটিউব থেকে ভিডিও আপলোডের বিষয়টি থেমে যাওয়ার কোনো লক্ষণই নেই।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/বাদশা/এইচবি/মার্চ ১৮/১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




