বাংলাদেশ থেকে ফেইসবুক ব্যাবহারে যেদিন ডিজিটাল ব্যারিকেড বসানো হয়ে ছিল, তখন বিনা অসন্তোষে মেনে নিয়েছি আমরা। জন স্বস্থির কথা বিবেচনা করে। মনের ভেতর কোন প্রকার সন্ত্রাস লালন করি না, একজন ছাপোষা নাগরিক আমি। এই কতদিন বিকল্প কোন উপায়ে ফেইসবুকে ঢোকারও চেষ্টা করিনি, কিন্তু সবুজ সংকেতের অপেক্ষায় অপেক্ষায় এখন বিরক্ত বোধ করছি। আমরা সকলেই জানি বাংলাদেশে সবুজ সংকেতে রাস্তায় কখনো গাড়ী ঠিকঠাক চলে না। ক্ষমতা থাকলে এদেশে উল্টো ট্রাফিকেও গাড়ি গড় গড় করে চলে। লাল বাতির নিচে দাড়িয়ে ট্রাফিক ইশারা দেয় গাড়ি চলবার…
জনপ্রতিনিধিরা যখন জনতার কথা বলা ভুলে গিয়ে তেলবাজিতে লিপ্ত থাকতে বেশী স্বচ্ছন্দ বোধ করেন তখন ফেইসবুকের ওয়াল হয়ে যায় কোটি মানুষের কন্ঠস্বর। এর মাঝে কত জন জঙ্গী সন্ত্রাসী? বেশীর ভাগই তো ছাপোষা আম জনতা! "ফেইসবুক নেশা" এমনতর ফতোয়াবাজিও চালানো হচ্ছে। বই পড়াওতো নেশা! নাটক করা ওতো নেশা! গান, গল্প, কবিতা... ফেইসবুক নিয়ে যা ভাবনা চিন্তা হচ্ছে সেটা এখন তামাশার মত লাগছে। বায়ুতে দুষন থাকলে বায়ু বন্ধ করে দুষন বাছা কোন কাজের কাজ নয়।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


