ঈদ এর সময় টা এলে মন খারাপ হয়ে যায়...।।
আবার কবে সবার সাথে ঈদ করব।। হয়ত অনেক কষ্ট করে টিকেট পাব, হইত সারা টা পথ দাড়িয়ে যেতে হবে... হোক না।। তবু বাড়ি ফেরা।। প্রিয় মুখ গুলো নিজের চোখের সামনে আবার দেখা।।
পরিবারের টানে ছুটে যাওয়া।। তাইতো সবার এতো কষ্ট করে বাড়ি যাওয়া।। প্রিয় মুখ গুলো দেখতে পাওয়ার কাছে এই কষ্ট তো কিছুই না।।
ছবি গুলো গত বছর তুলে ছিলাম, বিমানবন্দর ষ্টেশনে।। দৃশ্যপট আজীবন ই এক।।
সাবধানে বাড়ি যাবেন।। এইভাবে অন্তত না।।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




