দিনের পর দিন বাংলাদেশ এর ক্রিকেট খেলা দেখে দেখে এবং প্রতিবার একইরকম পরাজয় দেখতে দেখতে দেশের ক্রিকেট এর একটা বৈশিষ্ট "আবিষ্কার" করলাম। ব্যাপারটা হলো এই রকম, একটা ম্যাচ এ দুইটা দল খেলে এবং খেলার ফলাফল নির্ধারিত হয় ম্যাচ কে কেমন খেলল তার উপর। যে দল ভাল খেলে সে জয়ী, আর যে খারাপ খেলে সে পরাজিত। কিন্তু বাংলাদেশ তাবৎ দুনিয়ার একমাত্র দল, যে প্রতিবার হারার পরে, মানুষ বলে ভাল খেলে হেরেছে (চোখ কপালে তোলা ইমটিকোন হবে)!!!!
আমি বেকুব এর মতো প্রশ্ন করলে মাফ করবেন, কিন্তু আমার মাথায় ধরে না, ভাল খেললে ম্যাচ আবার হারে কেম্নে?
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১০ সন্ধ্যা ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




