আজকে দেখলাম আমি সেফ হয়েছি। ধন্যবাদ সামুকে।
একটা কিছু লিখব ভাবছিলাম, কিন্তু এই কয়দিনে এতগুলো ঘটনা ঘটে গেছে যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে লিখব ভেবে পাই না। এই লেখা লিখতে লিখতে পুরান ঢাকার অগ্নিকান্ডে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। মৃতের সংখ্যা একশ পেড়িয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে। কি নিয়ে লিখব বলেন?
দুইদিন আগেই পাঁচতলা দালান ধ্বসে মারা গেল ২৫ জন। আজকেও খবরে দেখাল ঐ এলাকায় এইরকম আরো বহু দালান আছে যার কিছু কিছু নাকি এখনই হেলে আছে, যেকোন সময় পড়ে যেতে পারে। পূর্ত মন্ত্রী দেখলাম গতবাধা মন্তব্য করলেন, 'জনবল কম, তাই ওভারনাইট এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ সম্ভব নয়'।
অন্য কোন দেশ হলে এইরকম দায়িত্বহীন মন্তব্য করে কোন মন্ত্রী পার পেয়ে যেত? জনবল কম, তাই সবাই মিলে অফিসে গল্প করে পার করে দেই। ডি,আই,টি তে কেউ কোন কাজে গেছেন কিনা জানিনা, গেলেই দেখতে পারবেন ডি,আই,টি এর পরিদর্শকরা আসলে কোন কাজে ব্যস্ত। কোন বাড়ির প্ল্যান পাস করলে কত পাওয়া যাবে, সেই চিন্তা করতে করতেই তাদের দিন যায়। তার উপর যদি মন্ত্রীর সাপোর্ট পাওয়া যায়, তাদের আর পায় কে? কেউ কি জিজ্ঞেস করেছে যে, এই দালান গুলো যখন বানায়, তখন কি কেউ এসে একবার দেখেছিল? মাথার উপর যখন ভেঙ্গে পড়ে তখন দায়িত্বের কথা মনে পড়ে? এই ২৫টা লাশের দায়িত্ব কে নিবে? আর মরেও সব গরীব কাঙ্গাল। এদের জন্য কে বলবে?
অস্থির সময় যাচ্ছে চারিদিকে। কয়দিন আগে ফেসবুক নিয়ে লিখতে গিয়ে ভাবলাম কি হবে লিখে, অনেকেই তো লিখছে। ভাবতে ভাবতে রাত পেরোতেই এক পত্রিকা বন্ধ। দেশের মানুষকে পাথর বানিয়ে দিলে ভাল হয় - আবেগহীন নির্বাক। খালি দেখেই যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




