সংবাদপত্রের অনেক সংবাদের ভিড়ে কিছু কিছু সংবাদ থাকে আলাদা। এমনই একটা সংবাদ এটা।
আমাদের মহামান্য সাংসদগন যথারীতি শুল্কমুক্ত গাড়ি আনার অনুমোদন পেয়েছেন। এবং এসব ক্ষেত্রে যথারীতি সব দলের সাংসদদের ঐক্যমত দেখা যাচ্ছে। সব নির্লজ্জ-বেহায়া-কুলাঙ্গার এক সুরে হুক্কা হুয়া করছে। লাইন লেগে গেছে আবেদন পত্রের।
দেশটা তৃতীয় বিশ্বের একটা দরিদ্রতম দেশ। গাড়ি নিয়ে ট্রাফিক সিগনালে দাড়ালেই হাড় ভাঙ্গা, অসুস্থ্য, গরীব ভিক্ষুক ঘিরে ধরে। কিভাবে এরা পারে? এদের কি ন্যূনতম চক্ষু লজ্জাও নাই? ঐ হাড় ভাঙ্গা মানুষগুলাকে ঠকিয়ে, ওদেরই টাকায় ল্যান্ড ক্রুজার, প্রাডো তে চড়ে বেরাবে? তাও আবার ওদের পাওনা ট্যাক্স ফাকি দিয়ে!! এই সামান্য ছাড়ও তারা দিতে পারে না? তাদের ষোল আনা ভাগই চাই?
উচু উচু যত দামী জীপেই চড়, আমার কাছে তোমাদের দাম পাছা মোছার দাগ ওয়ালা ঐ টয়লেট টিস্যুর চেয়ে এক আনাও বেশী না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




