বুয়েট যখন আন্দোলনে উত্তাল।যখন বুয়েটের সাধারন শিক্ষক, শিক্ষার্থি ও কর্মচারিরা দূর্নীতিবাজ উপচার্য ও উপ-উপচার্য অপসারনের একদফা দাবিতে গনজাগরন সৃষ্টি করছে,তখন আওয়ামী মিডিয়া তাদের জঙ্গি, যুদ্ধপরাধী ও মৌলবাদী বলে কুৎসা রটাচ্ছে ।এর সাথে এখন যোগ হল আওয়ামী আগাছা মোজাম্মেল বাবুর একাত্তর টিভি।
তারা তাদের আলোচনায় এমন ব্যাক্তিদের আনছেন যারা ঐ চোরা ভিসির সুবিধাভোগি।গতকাল এক আলোচনায় যেখানে একজন আন্দোলনকারীকে আনলেন সেখানে ভিসির দালাল আনলেন তিনজন।উপস্থাপকও ভিসির দালালি করলেন।অনুষ্ঠানে এধরনের বার্তা দেয়া হল যে এই আন্দোলন অযৌক্তিক।আজ বলা হল যে অভিযোগ শিক্ষার্থিরা করছে তা আপেক্ষিক।
যখন গনমাধ্যম জনগনের বিরুদ্ধে দাড়ায় তখন সে মিড়িয়া আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়।এখানে আমার প্রিয় দুজন উপস্থাপক আছেন কিন্তু তারাও আওয়ামীলীগকে খুশি করতে উঠেপড়ে লেগেছেন।
এইসব নতুন চ্যানেল আনাই হয়েছে মিডিয়া ক্যুর মাধ্যমে হাসিনাকে আবারো অবৈবভাবে ক্ষমতায় আনা।
একাত্তর বর্জন করার এখনই সময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






