বৃত্তবন্দী পথ আমার,
বেঁচে থাকা যেন জীবনের কাছে
নিছক অজুহাত।
তবু দূর্বার উৎসাহের বিপরীতে
আত্মতৃপ্ত সুখের সংসার।
এখানে জলসা বসে না আনন্দের
তবে মিটিং বসে আঁতেল প্রেতাত্মার।
মোহ ভাঙতে ভোররাতে হাঁক দেয়
একগ্রাসী কাঁক।
একগ্রাসী লাল আলো এসে পড়ে বিছানায়
আমাকে ভোলাবে বলে।
দিনভর চলে সব
একগ্রাসী বিনোদনের সমাচার।
চিরকুমার সভারাও কাছে ডাকে
দলে ভেড়াবে বলে।
একগ্রাসী গোধূলী
একগ্রাসী জোছনা
একগ্রাসী বৃষ্টি
একগ্রাসী সংগীতের মূর্ছনা।
একগ্রাসী বিছানা আরো বড় হতে চায়
একগ্রাসী স্বপ্ন আরো মানুষ দেখতে চায়।
দিনশেষে হাঁপিয়ে উঠি,
চুপচাপ বসে থাকি প্রেতাত্মার বৈঠকে।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



