তুমি এলে অবশেষে
হিম ঘরের 'কোল্ড শক' মুড়িয়ে
কুঁচকানো, দোমড়ানো, জীর্ণ-শীর্ণ ধরণীর
দৈন্যতা মুছে,
তুমি এলে কাক ডাকা ভোরে,
ঝিরিঝিরি বায়ে 'জাগিয়া উঠিছে প্রাণ'
অশীতিপর ঠোঁটের কোণে
স্মিত হেসে, ভালবেসে।
তুমি এলে কাব্য নিয়ে
দোয়েলের শিস বাজিয়ে
ঝিঁঝিদের জারি-সারি ভাটিয়ালি নিয়ে
কোকিলের কুহুতানে মন রাঙিয়ে,
চোখ ধাঁধিয়ে,
গাছে গাছে নরম পাতার হাত ধরে।
তুমি এলে পল্লীবধূর জলকে চলা পথে
রূপোর নূপুর পরে,
রিনিঝিনি শাঁখে
'ইষ্টি কুটুম' সেজে।
তুমি এলে শর্ষে ক্ষেতে
বটের তলে
বাউলের বাঁশির তালে
উদাস মাঝি'র হাসন-লালন
পুঁথি পালায় রাত্রিযাপন
চাঁদের আলোয় ভূবনমোহী
গল্প গাঁথায় নতুন স্বপন,
তুমি এলে-- ফুলে ফুলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




