কবি কারো পোষ মানতেছেনা
কাক কারো পোষ মানতেছেনা
খাঁচা মানতেছেনা
খাঁচা মানতেছেনা
সীমা মানতেছেনা
সীমা মানতেছেনা
কেবলই যাচ্ছে তাই বলে
এতে সবার বদনাম হয়ে গেলে
কবি কারো সাথে থাকতেছেনা
কবি কারো সাথে হাটতেছেনা
কেবলই সে একা একা হাটে
সারি সারি গাছের কিনারে
ছায়া ঢাকা পথ সে খুবই ভালোবাসে
সে থাকে সর্বদা রোমান্টিক এক আচ্ছন্ন ভাবে
কবি কারো হাত ধরতেছেনা
কাউকেই নিজের সেই হাত ধরতে দিতেছেনা ।।
কেবলই সে একা একা থাকে ...........
(কাক ভাবলে ভুল করবে তাকে।)
১১/০৩/১২
বাকি গুলো পাবেন এই লিঙ্কে : ওয়েব ম্যাগ জলভূমি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



