আমি বাগান সাজাতে পারি না
কেননা আমার কাছে কোন কিছুই
কোন বীজ, কোন চারা,
কোন লতাপাতা, শেকড় বা মূল
আগাছাই তো নয়।
উপড়ে ফেলতে পারি না আমি
কোন বীজ, কোন ভ্রূণ
লতানো গাছ বা শেকড় বাকড়।
এমন কি ঝরে পড়া পাতারাও
যেখানটায় পড়ে থাকে
সে জায়গাটাকেও আমি তাদেরই মনে করি
কোথাও একটা লতা নুয়ে পড়ে আছে ....
কোথাও একটা ডাল কাত হয়ে আছে ....
ভেজামাটির রসালো গন্ধে মাতাল হয়ে
কোথাও একগুচ্ছ শেকড় মুখ ঘুরিয়েছে .....
তাদের কাউকেই আমি
থামতে বলতে পারি না
বলতে পারি না সরে যেতে .....
একটা ফুল আমার খুব পছন্দের।
একটা গাছ। গাছের বাহারি পাতা।
তাদের কাউকেই আমি
বোটা সমেত ছিঁড়ে নিয়ে এসে
জায়গা করে দিতে পারি না
আমার ঘরের নকশি ফুল দানিতে
১৪/০৭/২০১২
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


