
আদরনীয় নাম আকাশ, মুগ্ধতায় রাখা নাম আকাশ
সোহাগের নাম, ভালবাসায় মমতায় জড়ানো নাম আকাশ
সবাই জানে তুমি নীলাকাশ
কিন্তু কখনো কালো মেঘে যখন তোমাকে ঢেকে দেয়
ভীষন কষ্ট হয় হয় আমার--
সাদা মেঘে যখন তুমি নীলাম্বরী রুপ ধারন কর
তখন পুলকিত হই আমি
বৃষ্টির ধারায় যখন রিমঝিম গানে মুখরিত যখন তুমি
শিহরিত হই আমি তোমার পরশে -----------
রংধনু যখন তোমার কোলে খেলা করে
হিংসে হয় আমার তখন খুব
তুমি জানো আকাশ ---
তোমার নীল রঙে আমি যখন নিজেকে রাঙিয়ে রাখি
খুব মায়াবতী লাগে আমাকে--
তাকিয়ে দেখো আজ আমি মায়াবতী তোমার জন্য
নীলাবতী শুধু তোমার জন্য ।
--------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


