অনেক দিন ধরে পকেটে একটা মুবাইল কার্ড নিয়ে ঘুরছি !! ২৫-২৬ রমজানে কথা ,মাগরিবের আগে বাসার সামনে রাস্তায় আনমনা হয়ে বসেছিলাম । হঠাত এক লোক এলে বলে ভাই আমাকে একটু সাহায্য করেন ?
-আমি বললাম কি সাহায্য করুম বলেন ?
-ঐ লোক বলে আমাকে ২০০ রিয়াল ধার দেন আমি রাতে এসে আপনাকে টাকা আপনাকে দিয়ে যাবো !
- আমি তখন বললাম আমি তো আপনাকে চিনিনা ! কি করে আপনাকে টাকা ধার দিবো ?
- তিনি আমাকে বলে ভাই আমার খুবই জরুরী

- আমি , না এ কি করে হয় ! আপনাকে চিনিনা জানিনা

- ঐ লোক সাথে সাথে পকেট থেকে একটা ৩০০ রিয়ালের মুবাইল কার্ড দিয়ে বলে তাহলে আপনি এই কার্ডটি নিয়ে যান আর আমাকে ৩০০ রিয়াল দেন ।
- তখন আমি বললাম না ভাই

-তখন ঐ লোক বললো ঠিকাছে আপনি আমার ৩০০ রিয়ালের কার্ডটি রেখে দেন এবং আমাকে ২০০ রিয়াল দেন ।আমি রাত ১০টার দিকে এসে আপনাকে ২০০ রিয়া দিয়ে আমার কার্ডটি নিয়ে যাবো ।
তখন চিন্তা করলাম নাহ লোকটা যখন বিপদে পারছে আর উলটা ১০০ রিয়াল তো আমার কাছে জমা থাকছে কার্ড বাবধ ! কার্ডটা রেখে ২০০ রিয়াল দিয়ে দেই !
তাই সেই লোক'কে ২০০ রিয়াল দিয়ে তার কাছ থেকে ৩০০ রিয়ালের কার্ডটা রেখে দিলাম এবং তার মুবাইল নাম্বার চাইলাম ।
ঐ লোক বলে ভাই আমার মুবাইল নাই

তাই আমি তাকে আমার মুবাইল নাম্বারটা দিলাম এবং সেই দিন রাতে ১০টার দিকে সেই রাস্তায় প্রায় এক ঘন্টা বসে ছিলাম

সেই দিন থেকে ৩০০ রিয়ালের কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি



ঈদের দিন ভাবলাম এই লোকের যেহেতু কোন খবর নাই


তাই ঈদের দিন মুবাইল কার্ডটা আমার মুবাইলে ঢুকানোর জন্য বার বার চেস্টা চালিয়েছি কিন্তু কার্ড তো ঢুকেনা



বাসায় বসে বসে চিন্তা করলাম দুনিয়াতে কত ধরনের চিটিংবাজি আছে


কি আর করার কার্ডটা মানিব্যাগে যতন করে রেখে দিলাম




এই সব চিটিংবাজদের কারণে মানুষের উপরে মানুষের বিশ্বাস দিন দিন উঠে যাচ্ছে ।
জীবনে এমন ছোট খাটো অনেক গুলা ধরা খেয়েছি তার পরেও হুস হয়নি আমার








সে আরেকটু রিকোয়েস্ট করলে আমি তাকে এমনেতেই টাকা দিতাম । কিন্তু যখন মুবাইল কার্ডটা দিলো তখন ভাবলাম রেখে দেই সে টাকা দিয়ে যেহেতু নিয়ে যাবে ! আজাইরা রিক্স নেওয়া থেকে এইটাই ভালো হবে । কিন্তু এইভাবে বোকা হয়ে যামু চিন্তা করিনি





ঈদের দিন নামাজ পড়ে এসেই মনে করেছিলাম মুবাইলে কার্ডটা ভরে বাড়িতে কথা বলবো




যাক বাটপারকে একবার পেলেই হলো দেখাবো মজা !!!