অনেক দিন ধরে পকেটে একটা মুবাইল কার্ড নিয়ে ঘুরছি !! ২৫-২৬ রমজানে কথা ,মাগরিবের আগে বাসার সামনে রাস্তায় আনমনা হয়ে বসেছিলাম । হঠাত এক লোক এলে বলে ভাই আমাকে একটু সাহায্য করেন ?
-আমি বললাম কি সাহায্য করুম বলেন ?
-ঐ লোক বলে আমাকে ২০০ রিয়াল ধার দেন আমি রাতে এসে আপনাকে টাকা আপনাকে দিয়ে যাবো !
- আমি তখন বললাম আমি তো আপনাকে চিনিনা ! কি করে আপনাকে টাকা ধার দিবো ?
- তিনি আমাকে বলে ভাই আমার খুবই জরুরী আমি রাত ১০ টার দিকে এসে আপনাকে টাকা দিয়ে যাবো ।
- আমি , না এ কি করে হয় ! আপনাকে চিনিনা জানিনা আর পরে যদি আপনি আমাকে টাকা না দিলেন তখন আপনাকে কোথায় খোজব ?
- ঐ লোক সাথে সাথে পকেট থেকে একটা ৩০০ রিয়ালের মুবাইল কার্ড দিয়ে বলে তাহলে আপনি এই কার্ডটি নিয়ে যান আর আমাকে ৩০০ রিয়াল দেন ।
- তখন আমি বললাম না ভাই আমার মুবাইলে আমি এতো টাকা ঢুকাইনা । ১০-২০ টাকার কার্ড ঢুকাইলেই আমার এক মাস চলে যায় ।আর দেশে ফোন করলে তো ইন্টারনেট থেকেই করি ।
-তখন ঐ লোক বললো ঠিকাছে আপনি আমার ৩০০ রিয়ালের কার্ডটি রেখে দেন এবং আমাকে ২০০ রিয়াল দেন ।আমি রাত ১০টার দিকে এসে আপনাকে ২০০ রিয়া দিয়ে আমার কার্ডটি নিয়ে যাবো ।
তখন চিন্তা করলাম নাহ লোকটা যখন বিপদে পারছে আর উলটা ১০০ রিয়াল তো আমার কাছে জমা থাকছে কার্ড বাবধ ! কার্ডটা রেখে ২০০ রিয়াল দিয়ে দেই !
তাই সেই লোক'কে ২০০ রিয়াল দিয়ে তার কাছ থেকে ৩০০ রিয়ালের কার্ডটা রেখে দিলাম এবং তার মুবাইল নাম্বার চাইলাম ।
ঐ লোক বলে ভাই আমার মুবাইল নাই তাই আপনার নাম্বারটা দেন রাতে আমি কারো মুবাইল দিয়ে ফোন করে আপনার সাথে যোগাযোগ করবো ।
তাই আমি তাকে আমার মুবাইল নাম্বারটা দিলাম এবং সেই দিন রাতে ১০টার দিকে সেই রাস্তায় প্রায় এক ঘন্টা বসে ছিলাম সেই লোক তো আসেনি এবং ফোনও করেনি ।
সেই দিন থেকে ৩০০ রিয়ালের কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি সেই লোকের দেখা নাই কোন ফোনও নাই !!
ঈদের দিন ভাবলাম এই লোকের যেহেতু কোন খবর নাই তাই মুবাইল কার্ডটা আমার মুবাইলেই ঢুকিয়ে ফেলি কি আর করার যদি আসে তাহলে আর ১০০ রিয়াল দিয়ে দিবো ।
তাই ঈদের দিন মুবাইল কার্ডটা আমার মুবাইলে ঢুকানোর জন্য বার বার চেস্টা চালিয়েছি কিন্তু কার্ড তো ঢুকেনা আমার মুবাইলে ঢুকেনা দেখে অন্য মুবাইলেও তিন চার বার ট্রাই মারলাম কিন্তু কার্ড ঢুকেনা । তখন দেখলাম আরো তিন মাস আগেই এই কার্ডটি ডেইট এক্সপায়ার হয়ে গেছে
বাসায় বসে বসে চিন্তা করলাম দুনিয়াতে কত ধরনের চিটিংবাজি আছে মাত্র ২০০ রিয়ালের জন্য এতো কিছু করতে হয় নাকি ? ২০০ রিয়ালে আর কয় টাকা হয় ? বাংলাদেশের ৪২০০ টাকা !আর এই টাকার জন্য এতো ছ্যাঁচড়ামি করা লাগে নাকি
কি আর করার কার্ডটা মানিব্যাগে যতন করে রেখে দিলাম জীবনে যদি এই চিটিংবাজের দেখা পাই তাইলে তার খবর আছে
এই সব চিটিংবাজদের কারণে মানুষের উপরে মানুষের বিশ্বাস দিন দিন উঠে যাচ্ছে ।
জীবনে এমন ছোট খাটো অনেক গুলা ধরা খেয়েছি তার পরেও হুস হয়নি আমার কারণ চিটিংবাজরা নতুন নতুন পদ্ধতিতে চিটিংবাজি করে যাচ্ছে ।
হাসি পাইতাছে আমার কত সুন্দর ভাবে আমাকে বোকা বানিয়ে চলে গেলো ।
সে আরেকটু রিকোয়েস্ট করলে আমি তাকে এমনেতেই টাকা দিতাম । কিন্তু যখন মুবাইল কার্ডটা দিলো তখন ভাবলাম রেখে দেই সে টাকা দিয়ে যেহেতু নিয়ে যাবে ! আজাইরা রিক্স নেওয়া থেকে এইটাই ভালো হবে । কিন্তু এইভাবে বোকা হয়ে যামু চিন্তা করিনি সে এমনেতে টাকা নিয়ে যদি না দিতো তাহলে দুঃখ ছিলনা কিন্তু আমাকে বোকা বানিয়ে টাকা নিয়ে গেলো সেই জন্য কষ্ট লাগতাছে
ঈদের দিন নামাজ পড়ে এসেই মনে করেছিলাম মুবাইলে কার্ডটা ভরে বাড়িতে কথা বলবো কিন্তু ঈদের নামাজ পড়ে এসেই যে এতো বড় ছ্যাকা খামু কখনো চিন্তাই করিনাই
যাক বাটপারকে একবার পেলেই হলো দেখাবো মজা !!!