হতে চেয়েছিলাম পাহাড়
হিমালয়ের মত...
মৌন, গম্ভীর, দর্শক।
কিন্তু অনুভুতিশুন্য নয়।
আমার অনুভূতি আমার কান্না হয়ে তোমার দেউরী ছুঁয়ে যাবে,
তুমি সেখানে ঘু-ঘু ডাকা দুপুরে আসবে,
নির্জনতার সুযোগে আমার অনুভুতির কাছে তুমি উচ্ছল হয়ে উঠবে।
আমি না পাই, আমার ঝর্ণারূপী অনুভূতি তো পেল...
হতে চেয়েছিলাম সাগর,
প্রশান্ত মহাসাগর...
তোমাকে না পাওয়ার ব্যাথায় আমি দিনরাত গর্জন করতাম,
ব্যাথা অসহ্য বোধ হলে বুকে তুলতাম সুনামি।
তোমার পায়ের কাছে আছড়ে পরতাম আমি বারবার।
রাত্রে তোমার জানালার একটু ফাঁক দিয়ে আমার কান্নার আওয়াজ পাঠিয়ে দিতাম।
তুমি শুনে হয়তো একটু উদাস হতে।
ওটাই হতো আমার সান্তনা।।
আমি এখন মেঘ হতে চাই,
অথবা দূরের নীল আকাশের তারা।
দূর থেকে হলেও যাতে তোমায় অন্ততঃ দেখতে পাই।
তুমি সুখে আছ দেখি।
মাঝে মাঝে কৃষ্ণ গহ্বর হবার ভয়ঙ্কর ইচ্ছা জাগে,
ইচ্ছা করে প্রবল আকর্ষনে সারা পৃথিবী টেনে নিই আমার ভেতরে,
কারন তুমি এখনও পৃথিবীতেই আছো।
ভাবছি, কি হলে তুমি সবচেয়ে খুশি হবে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




