আসিফ মহিউদ্দিন মারা খাইছে, আসিফ মহিউদ্দিন মারা খাইছে। জাতীর এখন কি হবে? সামু মামু একখান পুস্ট লটকাইয়া রেখেছে তারে নিয়া।
কিন্তু বিষয় হচ্ছে তিনি কে? কেন তারে নিয়ে এত ম্যাতকার রোল বাংলার আকাশে বাতাসে । আজিব একটা পাগলা কুত্তা , আমি কুত্তাকে ঘৃনা করিনা কারন প্রানী হিসেবে সবার বাচার অধিকার আছে , কিনু যে পাগলা কুত্তা বিনা কারনে তাবৎ মানুষ ,গরু, ছাগল, মুরগী বিনা কারনে কামড় দেয় তাকে মুগুর মারা দেয়ার অধিকার ও সমাজের আছে।
তবে এইখানে আমার একখান কথা আছে পাগলা কুত্তার পশ্চাতদেশে মুগুর মারুন আর ইঞ্জেকশন পুশ করার তা করতে হবে দিনের আলোয় এবং যথাযথ কতৃপক্ষের মাধ্যমে আপনি বিনা বিচারে রাতের আধারে কারো পাগলা কুত্তা কেন বুনোশুয়োর কেও মারতে পারবেন না, সেটা বে আইনি হবে। যেমন ৭২ থেকে ৭৫ এ দেশে জামাল কামাল রা যতই রেপ, ব্যাংক ডাকাতি করে থাকুক না কেন ১৫ আগষ্টের হত্যাকান্ড কে আমি ঘৃণা করি।
তবে পাগলা কুত্তা দের মাঝের ঐক্য দেখে আমি বড়ই পুলকিত। তারা নিজেদের ঘেউ ঘেউ কে মনে করে হিট সংগীত , দেশের কুত্তা গুলো মনে করে তাদের ঘেউ ঘেউ করার অধিকারে কেঊ বাধা দিতে পারবেনা এটা আমি মানি কিন্তু নিজেদের অধিকারের নামে যখন অন্যের নামে ঘৃণা ছড়ানো হয় সেটা যে অন্যের অধিকারের অপলাপ সেটা তারা গন্য করেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



