একটা কথা অনেকে বলে ,
চামচাঃ বস নতুন অসি ঘুষ খাইনা
বসঃ খবর নে কত খায়না।
আসলে অনেকেই পায়না তাই খায়না, দর মিলে গেলে খাবে।
ছোট বউ রাগ করে ভাত খাচ্ছেনা, স্বামী ও রাগ ভাঙ্গায় না।ননদ একবার অনুরোধ করেছিল তখন ও ভাব করে না করেছে। এখন ক্ষুধার জালা আর সয়না আবার কেউ খাইতেও কয় না।
আর এক বার কেউ বললেই খাবে কিন্তু কেঊ বলেনা।
সেই পাতি শিয়ালের কথা মনে আছে যে কিনা আঙ্গুর পাড়তে না পেরে বলেছিল আঙ্গুর ফল টক।
পাড়ার সুন্দরি ভাবি, নানা জনে নানা কথা বলে তার ভাব নাকি ভাল না, সাহস করে একদিন এক দেবর বলল "ভাবি নাকের নোলক কিনে দেব, একবার যদি খারাপবাসো, ছি ছি ছি তুমি এত খারাপ তা তো কোন দিন ভাবিনি, দেবর আরেক দিন চান্স নিল , ভাবি কানের ঝুমকা কিনে দেব একবার যদি খারাপ বাসো, ভাবি একটু নরম তুমি এত দুষ্টু কেন তোমার ভাইয়া কে বলে দেব? নাছোড়বান্দা দেবর আবার রিস্ক নিয়ে বলে ভাবি গলার হার কিনে দেব যদি একবার খারাপ বাসো। উত্তরে রাতে এসো। বেকার দেবর গেসে নাকের নোলক নিয়ে ভাবী গলা ধাক্কা দিয়ে বের দিয়ে বলে আমি একটা সতি মেয়ে আমার সাথে ফাইজলামী।
প্রথম ব্যাক্তি ঘুষ খায়না, ছোট বউ রাগ করে ভাত খায়নি সারাদিন, পাতিশিয়াল আঙ্গুর খায়নি, আর পাড়ার ভাবী এখন ও সতি।
এবং শেখ হাসিনা বিশ্বব্যাংক রে অবশেষে সম্মানের সাথে বিদায় জানাল ।
কেউ মিল খুজে পেলে নিজ দ্বায়িত্বে খুজবেন,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



