..শোনো বাংলাদেশ, স্বপ্নের ফেনা লেগে তোমার চোখ
এমন অন্ধ হয়ে যায়নি যে, তুমি
দেখতে পাচ্ছো না শকুনের ঝাঁক বড়শির মতো নখ দিয়ে
আকাশের উদর ছিঁড়েখুঁড়ে হিঁচড়ে টেনে আনছে
মেঘের নাড়ি-ভুঁড়ি;
.................. দেখতে পাচ্ছো না বখাটে বুদ্ধিজীবীদের মাথায়
বেধড়ক উৎসাহে ক্রমাগত হাগছে প্যাঁচা আর বাদুড়,
..................গুড মর্নিং বাংলাদেশ, সুপ্রভাত
হাউ ডু ইউ ডু?
তুমি কি জেল্লাদার হ্যাট-কোট পড়া শাঁসালো বিদেশীকে দেখে
তোমার ঊরুদ্বয় ফাঁক করে দেবে নিমেষে?
আমি আমার আগুন-ওগরানো চোখ হ্যামলেটের মতো
এখন সরিয়ে নিচ্ছি বটে, কিন্তু হে ধর্ষিতা,
বারবার আমি আমার লড়াকু হাত-পাগুলোকে ভুলিয়ে ভালিয়ে
রাখোতে পারবো কি ?
( গুড মর্নিং বাংলাদেশ
শামসুর রাহমান )
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





