প্রথমে উবুন্তু বা লিনাক্স মিন্ট এর আইএসও ফাইল যোগাড় করুন এবং হার্ড ডিস্কে কপি করে নিন। এটা ভালো স্পিড থাকলে নিজে ডাউনলোড করতে পারেন বা কোন বন্ধু যারা উবুন্তু বা মিন্ট ইউজ করে তাদের কাছে চাইলেই হবে - যারা ওপেন সোর্স ব্যাবহার করেন তারা অনেকটাই আগবাড়িয়ে সাহায্যকারী হন।
এবারে UNetbootin ডাউনলোড করুন এখান থেকে http://unetbootin.sourceforge.net/
এই চমৎকার টুলটি বেশিরভাগ লিনাক্স ডিস্ট্রিবিউশনকেই লাইভ ইউএসবিতে রূপান্তর করতে পারে।
এবারে শুরু আসল কাজ।
UNetbootin চালু করে হার্ডডিস্কে আপনার সেভ করা আইএসও দেখিয়ে দিন। তারপর ডেস্টিনেশন ড্রাইভ হিসেবে ইউএসবি/হার্ডডিস্ক সিলেক্ট করুন এবং ও.কে. করুন। ব্যস আপনার কাজ শেষ। দুই গিগার একটা পেনড্রাইভ হলেই চলবে।
এখন বায়োসে যদি বুট ফ্রম ইউএসবি এনাবেল থাকে তবে মেশিন রিবুট করলেই সরাসরি বুট হবে আপনার উবুন্তু বা মিন্ট।
এবারে মাঝে মাঝে একটুস খানি সময় দিয়েই দেখুন না কেমন লাগে এই দুনিয়া!
মনে রাখবেন, ২০১৩ খুব একটা দুরে নয়!
Click This Link
লিনাক্স মিন্ট http://linuxmint.com/
উবুন্তু http://www.ubuntu.com/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




