
ভালোবাসাহীন কেটে গেছে পৌষের কত নির্জন সন্ধ্যা,
কত পাখি হারিয়ে গেছে এমনই সন্ধ্যায় কুয়াশার অন্ধকারে।
চোখ মেলে দেখেছি দূরের আকাশে কত নক্ষত্রের নিভে যাওয়া,
এমনই পৌষের সন্ধ্যায়, কুয়াশার মৃদু মৃদু অন্ধকার হয়ে গেলে ঘন।।
.
ভালোবাসাহীন কেটে গেছে কত বিষণ্ণ দুপুর বেলা,
কত ক্লান্তিরা ভর করে নেমেছে সোনালী রোদের শরীর।
দেখেছি কত চৈতির হাওয়া উড়ে যেতে দূরে দিগন্তের পরে,
কত ভাঁটফুল ঝরে গেছে অজানায় অনাদরে ভালোবাসাহীন।।
.
কত মাঝরাতে বর্ষা ছুঁয়ে গেছে তোমার ছোঁয়াহীন এই অতৃপ্ত ঠোঁট,
মৌন কান্নার জল জমেছে বুকের ভিতর কালো মেঘের মতন।
বুঝে গেছি কত একা এই হাত, বিষাদের স্রোতে ঠাসা এই যন্ত্র দেহ,
ভালোবাসাহীন কেটে গেছে কত কদমের ঘ্রাণ, আহত আষাঢ়।।
.
কেবল তুমিহীনা আলোর সকাল চলে গেছে কত যে...
...বাকিটুকু পড়ুন