ছোটবেলা থেকে সাহিত্য পড়ার বাসনা মনের মধ্যে প্রবল ছিল!!!
সাহিত্য পড়ে সাহিত্য নিয়া গবেষনা করার ইচ্ছা অনেক দিনের!!
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি ইংরেজি সাহিত্যে!!!
অনেকেই আমাকে বলে যে আমি যদি আন্দোলন,সংগ্রাম,সাংস্কৃতিক কার্যক্রম না করে ,পরীক্ষার পুর্বরাত্রীতে না পড়ে সারা বছর(ছোটবেলার মত) শুধু পড়াশুনা করতাম!!!
তাইলে এই রেজাল্টের চেয়ে অনেক অনেক গুন ভাল রেজাল্ট করতে পারতাম!!!
হয়ত এই ৩য় বর্ষের শেষ প্রান্তে এসে এখন আমি গবেষনা শুরুও করতে পারতাম!!!
তবে কেন আমি আমার ইচ্ছার মুল্যায়ন করলাম না আমি????
এই জগন্নাথ যদি আমাকে আমার নুন্যতম থাকার ব্যবস্থা করত!!
আমাদের হল থাকত!!!
এই জগন্নাথ যদি আমাকে খাওয়ার ব্যবস্থা প্রথম থেকেই করত!!!
ক্যান্টিনে আমাকে যদি কম দামে(ভর্তুকি দিয়ে) খাবারের ব্যবস্থা করত!!!
এই বিশ্ববিদ্যালয়ে যদি সেমিনার,লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমান বই থাকত!!!
শিক্ষকগন যদি যোগ্যতা সম্পন্ন হত!!
শিক্ষকের সংকট না থাকত!!!
কোন রাজনৈতিক দলাদলি ছাড়া সাংস্কৃতিক সংঘঠন গুলা সফলভাবে প্রোগ্রাম করত!!!
কথায় কথায় বেতন ফি না বাড়িয়ে...।আমাকে কঠোর আন্দোলন এর দিকে না ঠেলে দিত!!!
তাইলে হয়ত লক্ষীমেয়ের মত আমি পড়ালেখা করতাম!!!
ছোটবেলার মত গান গাইতাম প্রোগ্রামে...ডিবেট করতাম...খেলাধুলায় অংশ নিতাম!!!
এখন আমি ব্যস্ত এই সমস্যাগুলা নিয়া!!!
আন্দোলন সংগ্রামও তাই থেমে নাই!!!
কেননা...।
ভবিষ্যতে যখন আমার ভাই বোনেরা পড়তে আসবে এই বিশ্ববিদ্যালয়ে !
তখন যেনো তাদের এইসব বিষয় নিয়ে আন্দোলনে যেতে না হয়!
বরং তাদের আন্দোলন যেন হয় দেশের ভাল-মন্দ নিয়া আন্দোলন!
তারা যেন সেই সুস্থ একটি পরিবেশে পড়ালেখা করে...
বড় বড় গবেষক হয়!
আমার মত মেধাবীদের সরকার যেনো সম্পদ মনে করে,আমাদের শিক্ষার ভার তুলে নেয়!!
সরকার চলে আমার টাকায়... আমার শিক্ষার ভার তো সরকারের ই!!!!
তাইনা!!
বিঃদ্রঃ গবেষনা করার মেলা টাইম পইরা রইছে!
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২০