বর্ষনে বর্ষনে ছিদ্র হয় মাটি
সেই মাটির তলে চাপা পড়তে থাকে
অসংখ্য তাজা স্বপ্ন;
বানের জলে ভাসে হাজার স্বপ্ন
আমরা হা হুতাশ করে দায় সারি;
গাছ কাটা হয়
মাটি কাটা হয়,
পাহাড়ের গায়ে ঠেস দিয়ে ঘুমন্ত,
তারা পাহাড়ের জারজ সন্তান
তাই খমতার মসনদে বসে থাকা হাতির কাছে
তারা বেওয়ারিশ;
মৃতের তালিকা দীর্ঘ হয়
পত্রিকার কলামের সংখ্যা দীর্ঘ হয়
আফসোসের সংখ্যা দীর্ঘ হয়
কিন্তু মৃতের সংখ্যা হ্রাসের
প্রচেষ্টা ক্রমেই হ্রাস হয়;
তাই পাহাড়ে কিংবা সমতলে
সর্বত্রই মৃতের সংখ্যা দীর্ঘ হয়।