বুকের মধ্যে মন আছে, মনের মধ্যে তুমি,
বুকের মধ্যে শুনি তোমার মধুর পদধ্বনি ।
বুকের মধ্যে আসলে কি মনের বসবাস ?
মাথার মধ্যে কে তাহলে করছে প্রেমের চাষ ?
মিষ্টি হেসে বললে তুমি মাথার মধ্যে আমি
আমার জন্যেই চলে তোমার সকল পাগলামী ।
পাগলামীটা শুধু যদি পাগলামী হবে,
মাথার মধ্যে থেকে কেন সব কিছু পালাবে ।
কবি হওয়ার ইচ্ছে ছিল কাব্য আসেনা
চক্ষু বুজে তোমায় ছাড়া কিছুই দেখিনা ।
ভাবনা গুলো একটু যদি পেত অবসর
সুন্দর একটা কাব্য তোমায় দিতাম উপহার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



