লোকজন যা ছিল কাউকেই তেমন অফিস অফিস লাগছিল না দেখতে। অবশ্য এর একটা কারণ হতে পারে আমি আজকে তাড়াতাড়ি চলে আসছিলাম, দুপুর আড়াইটার দিকে। অন্য দিন এ সময়ে কারা রাস্তায় থাকে দেখি না। অনেকেরই টুরিস্ট টুরিস্ট ভাব।
লাইটের কাছে দেখলাম একজন মহিলা, বয়স মনে হয় 40 এর আশেপাশে। পোশাক এক নজর দেখলে মনে হয় হাতের কাছে যা পাওয়া গেছে তাই পরেই বের হয়েছে। কমলা একটা টি সার্ট, জিনস আর কালো স্যান্ডেল। কিন্তু দেখলাম পায়ের নখে কমলা নেইল পলিশ। তাই দেখে প্রথম ধারণা বদলালাম। হয়তো বেশ সময় নিয়েই পোশাক বেছেছে। কমলা তো নেল পলিশের েেত্র তেমন কমন রঙ না। সাধারণত দেখি মেরুন অথবা নেচারাল কালার। তাই কমলা টি-সার্টের সাথে ম্যাচ করেই কমলা নেল পলিশ। অবশ্য এরকমও হতে পারে নেল পলিশ টা আগেই দেয়া ছিল অন্য কোন কারণে, আর টি সার্টটাও আজকে মিলে গেছে। কে জানে। আমি যে কোনায় দাঁড়িয়ে ছিলাম, সেখান থেকে তার মুখ দেখা যাচ্ছিল না।
মনে হলো কমলা রঙটা কালোর সাথে অনেক বেশী মানায়। অথবা শ্যামলার সাথেও। মহিলার পায়ে তেমন ভালো লাগছিল না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



