হৃত্তাপ
তিলার্ধ বিবাদে বাধিয়ে ভীষণ গোল,
নিতিনিতি প্রতিবিধান আগ্নেয়াস্ত্রের বোল;
দু’পেয়ের বৈরিতা শবের বাহার,
রুদ্ধবীর্যের রুদ্র রুধিরাক্ত শাণিত নাহার।।
তৃষ্ণক বুভুক্ষু নাকালের রোণাজারি,
ক্ষিতিক্ষিৎ নেত্রীর আভরণ বাহারী;
তীক্ষ্ণ শাণিত রুধিধারা ব্যথিছে গগণ,
ক্রন্দিছে মানবতা ভারীছে পবন;
বিদগ্ধ ক্ষিতি দর্শনে ক্রন্দেছি ভারী,
রোদনে রোদনে আর ঝরেনা নেত্রবারী,
বিদারিত হৃদি মোম পারিনা কাঁদিতে,
সুতীব্র শবায়ে ভুলেছি হাসিতে।।
শোকাহত মুহ্যমান বিথরে অথর,
দৃষ্টিভ্রমে প্রভুপানে প্রার্থী নিথর;
নির্বাক প্রসূতির প্রার্থনায় হাহাকার,
প্রতিছাদে বীর মুজাহিদ জন্মিবে আবার।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




